আমাদের উষ্ণতা ভাগাভাগি
কথায় আছে “মাঘের শীতে বাঘ কাপেঁ”। আর মানুষ? হ্যাঁ, মানুষতো কাঁপবেই বটে। অন্যান্য বছরের তুলনায় এবারের শীতের চিত্র কিছুটা ভিন্ন। দেরিতে শীত পড়া শুরু হলেও বিদায় বেলায় একদম জেঁকে বসে জানান
দিচ্ছে তার ক্ষমতার। তীব্র শীতে সবাই যখন শীতের পিঠা পুলি, খেজুরের রস, পায়েস খেতে কিংবা মটরশুঁটি আর কলাইয়ের ঘ্রাণ পেতে ঘুরে আসছেন এদিকসেদিক, ঠিক তখনি এ শহরে ভাসছে হাজারো শীতার্তের আহাজারি। না না, ঘুরতে কিংবা শীত উপভোগ করতে মানা নেই। এই উপভোগের পাশাপাশি যদি এই তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষদের একটু উষ্ণতার কারণ হওয়া যায় তবে তাতে মন্দ কি! আর তাই ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ঢাকা বিভাগের এবারের আয়োজনে এই শীতার্তদের মাঝে উষ্ণতা বিতরণের ক্ষুদ্র চেষ্টা।
গত ২৩ এবং ২৪ জানুয়ারী ,২০২৪ ইং ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ -ঢাকা বিভাগ আয়োজন করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির। ক্লাবের সদস্য ও এডভাইজর দে
র থেকে শীতবস্ত্র সংগ্রহ করে তা বিতরণ করা হয় রমনা, ধানমন্ডি, পুরান ঢাকা এবং এর আশে পাশে জায়গাগুলোতে। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের প্রতি আমাদের আহ্বান মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিই যাতে হাসি ফুটে উঠে প্রতিটি ফুলে।
Leave a Comment