Know About Thalassaemia , Share about Thalassaemia
“বিশ্ব থ্যালাসেমিয়া দিবস” উপলক্ষে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং “বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতলের” -সৌজ্যনে এবং সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম ডিভিশনের – সদস্যরা ক্লান্তিহীন ভাবে থ্যালাসেমিয়া সচেতনতা তৈরিতে কর্মসূচি পালন করেছিলো।
ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ -চট্টগ্রাম ডিভিশনের ছিলো দিনব্যাপী আয়োজনের আরোও একটি সচেতনতামূলক ক্যাম্পেইন।
উক্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছিলো হযরত কালু শাহ বালিকা উচ্চবিদ্যালয়ে । বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছিলো। উক্ত স্কুলের প্রধান শিক্ষকের আন্তরিক সহযোগিতায় একটি ফলপ্রসূ ক্যাম্পেইন পরিচালনা হয়েছিলো, প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো ক্যাম্পেইনে।
Leave a Comment