New Member Orientation
১২ই আগস্ট ২০২৩ সালে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ১০ বছর পূর্ণ করেছে। এই দশম বর্ষ পূর্তিতে তরুণদের স্বেচ্ছাসেবায় আরো উদ্বুদ্ধ করতে ১৮ই আগস্ট ২০২৩,বিকেল ৪ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত, ঢাকাস্থ বাংলাদেশ কম্পিউটার সমিতি মিলনায়তনে “তারুণ্যের ক্ষমতায়ন” শীর্ষক একটি সেমিনার ও নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ কে এম একরামুল হোসাইন স্বপন, নির্বাহি পরিচালক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ; মুজাহিদ আল বিরুনী সুজন, পরিচালক, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড ; শহীদুল ইসলাম রাজন, হেড অব এইচ.আর, গ্রুপ কিউএ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ– ঢাকা বিভাগের কো অর্ডিনেটর সাদিয়া আহসান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের অন্যতম কো–ফাউন্ডার এবং প্রেসিডেন্ট আরেফিন রহমান হিমেল সহ অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ ।নতুন সদস্যদের জন্য আয়োজিত অনুষ্ঠান এবং অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যের পর আয়োজন করা হয়েছিলো সাংষ্কৃতিক পর্ব। অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে অক্লান্ত ভাবে কাজ করেছে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, ঢাকা বিভাগের সদস্যবৃন্দ ।
Leave a Comment