স্তন ক্যান্সারকে বল না, প্রতিকারকে বল হ্যাঁ
বর্তমানে, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ১৯জন নারী মৃত্যুবরণ করছেন ব্রেস্ট ক্যান্সারের কারণে, যা প্রতি বছরে প্রায় ৭,০০০ নারীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেশে এই রোগে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশের কাছা
কাছি। এই ভয়ঙ্কর দুর্যোগের পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের অবহেলা বা অসচেতনতা। আমরা আরেকটু সচেতন হলেই, এবং কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করলেই এই রোগের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। কারণ, সঠিক সময়ে চিহ্নিত করা গেলে এই রোগে শতভাগ সুস্থতা সম্ভব। আসুন না, আজই ছোট্ট একটি শপথ নিই। প্রতিটি নারী এখন থেকে প্রতি মাসেই নিজ বাসায় স্তনের সেল্ফ- এক্সামিনেশন এবং বছরে অন্তত একবার বা দুইবার মেডিকেল স্ক্রিনিং করাবেন ব্রেস্ট ক্যান্সারের কোন লক্ষণ আছে কিনা জানার জন্য, কোন লক্ষণ থেকে থাকলে দ্রুততম সময়ে তার চিকিৎসা নিশ্চিত করবেন। আর প্রতিটি পুরুষ তার পরিবারের নারী সদস্যদের প্রতি খেয়াল রাখবেন যেন তারা সবসময়ে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন থাকেন।
ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, ঢাকা বিভাগ ব্রেস্ট ক্যান্সার নিয়ে সতর্কতামূলক পোস্টার বানিয়ে তা ইস্পাহানি গার্লস স্কুল এন্ড কলেজে প্রচার করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে। উক্ত কার্য সম্পাদন করতে কাজ করেছে সাদিয়া তুল জান্নাত, এক্সিকিউটিভ মেম্বার, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, ঢাকা বিভাগ ও তার ওয়াইসিবিয়ান টিম। টিম সদস্যরা হলো : জয় মন্ডল, রাহিমা নিশি, ফারিয়া আমরিন লাবণী, আলিসা আমিন, সিন্থিয়া কবির, সায়মা জামান।
সুস্থ থাকি সচেতন থাকি রোগমুক্ত বাংলাদেশ গড়ি
আয়োজনে : ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, ঢাকা বিভাগ।
Leave a Comment