8 May Thalassaemia Day – “নগরীর স্বপ্নবাগিচা বিদ্যালয়ে
৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ -চট্টগ্রাম ডিভিশনের ছিলো দিনব্যাপী আয়োজনের আরম্ভ হয় “নগরীর স্বপ্নবাগিচা বিদ্যালয়ে। সেখানের ছিন্নমূল শিশুদের অভিভাবকদের সাথে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা তৈরীর জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ৮০জন অভিভাবক উপস্থিত ছিলেন এবং সকলেই বেশ স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেন। তাঁদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে জানানো হয় এবং এই রোগ প্রতিরোধের জন্য সচেতন হতে উদ্বুদ্ধ করা হয়।
“থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানি, সচেতন হই, অন্যকে সচেতন করি” এই প্রতিপাদ্যকে লক্ষ হিসেবে নিয়ে চট্টগ্রাম ডিভিশনের এক দল উদ্যমী সদস্যরা এবারের কর্মসূচি পরিচালনা করেছিলো।
Leave a Comment