10 Years Celebration and Seminar on Showing Thyself Globally 3.0
ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন কর্তৃক আয়োজিত Showing Thyself Globally 3.0 শীর্ষক সেমিনার ও ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপিত হয়
গত ১১ই আগস্ট শুক্রবার,নগরীর প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে।
কর্মক্ষেত্রে ‘পেশাগত শিষ্টাচার’এর গুরুত্ব এবং সেই সাথে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে এবং জানাতেই ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন এই সেমিনারটির আয়োজন করেন।
দুই ধাপে অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনা করেন প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন, সাবেক চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ নাজমুল হাসান, প্রতিষ্ঠাতা,এডুআর্ট, গ্লোবাল বিজনেস ম্যাচমেকার ও স্পিকার। প্রায় অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম ডিভিশনের উপদেষ্টামণ্ডলী ও সদস্যরা সহ সেমিনারে উপস্থিত সকলের অংশগ্রহনে কেক কাটার মাধ্যমে উদযাপন করেন।
Leave a Comment