8 May Thalassaemia Day Celebration
৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হেমাটো কেয়ারের যৌথ উদ্যোগে মাস ব্যাপী বিভিন্ন সতর্কতা মূলক ক্যাম্পেইন, সেমিনার ও ফ্রি বাহক নির্ণয় কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। এর ই ধারাবাহিকতায় গত ২৬ মে রোজ বৃহস্পতিবার কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে আয়োজিত হয় ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে-জাতীয় পরিকল্পনা প্রণয়নে বাহক নির্ণয়ের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলো ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-ঢাকা বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সরকারের, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ড. এম এ মতিন। এছাড়া দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ও উপদেষ্টা ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ YCBian ভলেন্টিয়ার দের কাজে অনেক সন্তুষ্ট ছিলেন এবং পাশাপাশি তাদের দক্ষতায় মুগ্ধ হয়ে অনেক প্রসংসা করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় অংশ নেয়া ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-ঢাকা বিভাগ এর সকল ভলেন্টিয়ার এবং সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানাই।
#YCB #YCBDHK
Leave a Comment