8 May Thalassemia Day – 2023 Roadshow
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, ঢাকা বিভাগের পক্ষ থেকে আজ পুরো ঢাকা শহর ব্যাপী আয়োজন করা হয়েছিলো রোড শো। উক্ত রোড শো কে সফল করতে কাজ করেছেন ১৪ জন YCBian : শাওন, মৃধা, রাতুল, ঐশী, ফারজানা, ওমি, মোস্তাক, সজীব, সাহেদ, আবির, কুলসুম, রূম্পা, কাওনাইন এবং সাদিয়া।
উক্ত রোড শো তে উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশের সম্মানিত অ্যাডভাইজর শহীদুল ইসলাম রাজন, Head of HR QA Group এবং ড. একরামুল হাসান স্বপন, সিওও, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল এর ড. এম এ মতিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ট্রেজারার এবং অধ্যাপক ড. এম এ খান, প্রধান, বি এম টি ইউনিট, হেমাটলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
Leave a Comment