• +880 1686 902689
  • contact@youthclubofbangladesh.org
  • Sun – Thus: 09:00am – 05:00pm
Youth Club of Bangladesh Youth Club of Bangladesh
JOIN US
  • Home
  • About Us
    • Our Strategy
    • Our Work
    • Our People
    • FAQ
  • Projects
  • Events
  • News & Articles
  • Contact Us
  • June 2, 2022
  • admin
  • 0 Comments

আমার চোখে থ্যালাসেমিয়া

আমার চোখে থ্যালাসেমিয়া

by
36 36 people viewed this event.
“Be Aware. Share. Care: Working with the global community as one to improve thalassaemia knowledge.’’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মে পালিত হতে যাচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২২। এই দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন ও রক্ত দানে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করতে Youth Club of Bangladesh-Dhaka Division আয়োজন করতে যাচ্ছে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর। প্রতিযোগীতা টি সকলের জন্য উন্মুক্ত।
প্রতিযোগীতা ও প্রদর্শনীর এবারের বিষয়ঃ-
”থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া রোগী”
★ছবির জ্ঞাতব্য :
i) যেকোনো থ্যালাসেমিয়া রোগীর রক্ত গ্রহন
ii) থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির কোনো ক্যাম্পেইন
iii) ডাক্তার রোগী দেখছেন
iv) ডোনার রক্ত দান করছেন
👉 প্রতিযোগীর জ্ঞাতার্থেঃ
★ক্যাটাগরি –
১) মোবাইল ফটোগ্রাফি।
২) ডিএসএলআর ফটোগ্রাফি।
★ছবি তোলার স্থান:
i) ঢাকা মেডিকেল
ii) ঢাকা শিশু হাসপাতাল
iii) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল
iv) ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল
** স্থান ভিন্ন হলে বিষয় সামঞ্জস্য ছবি গ্রহণযোগ্য **
★প্রতিযোগীতার জন্য ছবি জমা দেয়ার সময়সীমা –
২১ এপ্রিল, ২০২২ থেকে ৩০ এপ্রিল, ২০২২
★প্রদর্শনীর তারিখ :
০৮ মে,২০২২ (সম্ভাব্য)
★প্রদর্শনীর স্থানঃ
★ ছবি পাঠাবেন যেভাবেঃ
# ফরমেটঃ .jpg অথবা .JPEG তে ছবি পাঠাতে হবে।
# ছবি ই-মেইলে পাঠাতে হবে। প্রতিটি ক্যাটাগরির জন্যে আলাদা ভাবে মেইল করতে হবে।
# নিজের নাম ( সার্টিফিকেটে যেভাবে হবে) , প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার এবং ক্যাপশন উল্লেখ করতে হবে।
(একাধিক ছবির ক্ষেত্রে, ছবির ক্রম অনুযায়ী ক্যাপশন গুলো লিখতে হবে)
# কোনো ক্লাব বা অর্গানাইজেশন এর মাধ্যমে এই ইভেন্ট সম্পর্কে জেনে থাকলে অবশ্যই তার নাম উল্লেখ করতে হবে।
# ফাইল সাইজ সর্বোচ্চ ১০ mb পর্যন্ত গ্রহণযোগ্য।
# নিম্নোক্ত মেইলে ছবি জমা দিতে হবেঃ
★ E-mail : team.ycb@gmail.com
★ নিয়মাবলীঃ
১. অবশ্যই নিজের তোলা ছবি জমা দিতে হবে। এক্ষেত্রে উপর্যুক্ত প্রমান বিচারকগণ চাইলে প্রদান করতে হবে।
২. ছবি রঙিন কিংবা সাদা কালো হবে। তবে, ছবিতে Manipulation গ্রহণযোগ্য নয়। ( Color enhancement বা Cropping করতে পারবেন)
৩. প্রয়োজনে ছবির স্বত্ব নিশ্চিত করতে হবে। ডিভাইস এর নাম উল্লেখ করতে হবে।
৪. একজন প্রতিযোগী সবকটি সেগমেন্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
৫. একজন প্রতিযোগী প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩ টি একক ছবি দিতে পারবেন।
৬. ছবি নির্বাচিত হওয়ার পর করণীয়ঃ
✔️ছবি নির্বাচিত হওয়ার পূর্বে কোনো ফি জমা দিতে হবে না।
✔️নির্বাচিত হওয়ার পরে ৩ দিনের মধ্যে ফি’ বিকাশ বা নগদ করতে হবে।
✔️ছবি নির্বাচিত হওয়ার পর প্রত্যেকেটির বাঁধাই ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। যদি দুটো ছবি নির্বাচিত হয় তাহলে ১৫০ টাকা জমা দিতে হবে।
✔️বিকাশ ও নগদ নাম্বারঃ 01753886191
✔️টাকা পাঠানোর পর নাম, মোবাইল নাম্বার এবং Trans ID উক্ত নাম্বারে ম্যাসেজ করবেন।
যেমনঃ XYZ 01234567891 5A2234
✔️তবে প্রতিযোগী চাইলে নিজেই ছবি বাঁধাই করে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো টাকা জমা দিতে হবে না। ছবির সাইজ হতে হবেঃ (৮.৫x ১১) ইঞ্চি।
৮. ছবি অবশ্যই অনুষ্ঠান শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ( থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া রোগী )।
এছাড়াঃ
✔️ দুটি ক্যাটাগরির সকল অংশগ্রহণকারীর জন্যে থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
কে এম সারফুল কাওনাইন 01875864343
Joint convener
Event registration closed.
 

Date And Time

2022-05-08 to
2022-06-08
 

Registration End Date

2022-04-30
 

Location

Bnagladesh Thalassaemia Samity and Hospital
 

Event Category

Workshop

Share With Friends

Facebook
Twitter
Linkedin
Xing
Pinterest
Prev PostYCB Ambassador Recruitment – 2022 Chittagong Division

Youth Club of Bangladesh (YCB) is a non-profitable, nonpolitical, volunteer organization lead by a group of progressive youth. The young of this country can enhance the future development. YCB is an open platform for the next gen Youth's.

Important Links

  • Our People
  • Gallery
  • Projects
  • Smart YCB’ian
  • FAQ
  • Contact Us

Recent Posts

  • YCB’ian Parents Meet –

    Jul 3, 2022

  • Thalassaemia Campaign- St Placid&#8

    Jun 23, 2022

contact@youthclubofbangladesh.org Drop Us a Line
+(880) 1686 902689 | +(880) 1686 902689 | Call Us Now
Copyright Ⓒ Youth Club of Bangladesh All Rights Reserved | 2022