Hepatitis Awareness Campaign and Free Screening 2023
২৩ জুলাই ২০২৩ স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রাঙ্গণে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ- ঢাকা বিভাগ ও স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাবের যৌথ আয়োজনে, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব
বাংলাদেশ- এর সহযোগীতায় "Hepatitis Awareness Campaign and Free Screening" প্রোগ্রামের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০০+ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস নির্ণয় করা হয়। এছাড়া
একটি সেমিনার অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ প্রফেসর মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি জেনারেল, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। জুনায়েদ পাইকার, চিফ এক্সিকিউটিভ অফিসার , ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এম এ মতিন, রেজিস্ট্রার, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের। সাদিয়া আফরিন চৌধুরী, বিভাগীয় প্রধান, ফার্মাসি অনুষদ . মোঃ আফতাব উদ্দিন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ; কমল কান্তি মজুমদার, কনভেনার, স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স; এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে হেপাটাইটিস নিয়ে জনসচেতনতার লক্ষ্যে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়া সম্প্রতি শেষ হওয়া "হেপাটাইটিস অ্যাওয়ারনেস সার্ভে ২০২৩" নিয়ে
বক্তব্য উপস্থাপন করেন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ- ঢাকা বিভাগের জয়েন্ট কো অর্ডিনেটর কে এম শারফুল কাওনাইন।
অনুষ্ঠানের শেষে হেপাটাইটিস সচেতনতা কুইজে বিজয়ীদের হাতে পুরষ্কার ও অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
Leave a Comment