
Life & Employability – Month based workshop
বর্তমান যুগে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে হলে নিজের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেই জন্যই,তরুণ প্রজন্মকে সময়ের সাথে তালে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্য ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ – রাজশাহী বিভাগ তাদের “Enlighten Yourself” প্রজেক্টের আওতায় “Passionate World” এর সহযোগিতায় “Life & Employability” নামক একটি মাসব্যপী কর্মশালার আয়োজন করেন। কর্মশালাটি ২৭শে মে হতে ১০ই জুন পর্যন্ত রাজশাহী কলেজ পদার্থ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হয়। যেখানে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করে রাজশাহী জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান গুলো থেকে ৭০ জন শিক্ষার্থী।
মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণার্থীদের পাঁচটি বিষয়ে বিশদ ভাবে ধারণা দেওয়া হয়। বিষয়গুলো হলো: কমিউনিকেশন স্কিল, লিডারশীপ স্কিল, টিম ওয়ার্ক, ডিসিশন মেকিং এবং ক্রিটিকাল থিংকিং। এছাড়াও কর্মশালায় ক্যারিয়ার সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন Passionate World এর সিইও এবং প্রতিষ্ঠাতা জাহিদ হাসান।
কর্মশালার প্রথম দিনের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক সহ ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-রাজশাহী বিভাগের দুইজন উপদেষ্টা – জনাব বারিক মৃধা ও জনাব পারভেজ রানা। এবং শেষ দিনের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো.আবুল কালাম আজাদ (ফাউন্ডার ও সিইও লিভিং সায়েন্স একাডেমি, হেড অব ই-কমার্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রি), মো.ফয়সাল (ফাউন্ডার ও সিইও FAIKO Ltd.), আবু সুফিয়ান তাজ (ফাউন্ডার অব ফিটলাইফ জিমনেসিয়াম), মো. জাহিদ হাসান (স্পীকার, ট্রেইনার, লাইফএন্ড বিজনেস কনসাল্টেন্ট, ফাউন্ডার অব প্যাসনেট ওয়ার্ড), আব্দুল বারিক মৃধা (সহকারী অধ্যাপক রাজশাহী কলেজ, রাজশাহী), মো. পারভেজ রানা (লেকচারার, পরিসংখ্যান বিভাগ ৩৬তম বিসিএস, জেনারেল এডুকেশন রাজশাহী কলেজ, রাজশাহী), এবং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অধ্যাপক মো. আব্দুল খালেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ)। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাব অব – রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ রাব্বিল আলামিন এবং সকল সদস্যগণ।
পরিশেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট, ২০২১-২০২২ কমিটি সদস্যদের মাঝে রিকমেন্ডেশন লেটার এবং ট্রেনিংয়ে অংশগ্রহণ কারী সকল পার্টিসিপেন্ট দের মাঝে সার্টিফিকেট তুলে দেয়ার মধ্যে দিয়ে কর্মশালা টির সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
Leave a Comment