Project Sharing- “Safe Drug ,Save Life”
আমাদের মৌলিক চাহিদার অন্যতম একটি অংশ হলো চিকিৎসা। যার একটি মূল উপাদান ঔষধ। কিন্তু নিয়ম মেনে ঔষধ সেবন না করলে কিংবা ঔষধ সেবনে সতর্কতা অবলম্বন না করে এই মৌলিক দ্রব্যটিই হতে পারে মৃত্যুর কারণ।
তাই নিরাপদ ঔষধ সেবনে মানুষকে সতর্ক করতে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ শুরু করলো প্রজেক্ট “Safe Drug ,Save Life”. যা কাজ করবে মানুষকে নিরাপদ ঔষধ সেবনের গুরুত্ব উপলব্ধি করাতে এবং সর্ব স্তরের মানুষের মাঝে নিরাপদ ঔষধ সেবনের মূল অনুসরণীয় বিষয়াবলী তুলে ধরতে।
২৩ জুন ২০২৩ তারিখ , বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে প্রোজেক্ট টির প্রথমিক সভা অনুষ্ঠিত হয়। যেখানে সেচ্ছাসেবকদের ভলেন্টিয়ার আইডি কার্ড এবং সার্ভে ফর্ম বিতরণ করা হয়। শীগ্রই বৃহৎ পরিসরে সবার জন্য নিরাপদ ঔষধ নিশ্চিতকরণে আমরা তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশাবাদী।
Leave a Comment