
Seminar on Communicative English
‘ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ – রাজশাহী বিভাগ ‘ “Enlighten Yourself” প্রজেক্টের আওতায় যুগোপযোগী ”Communicative English” নামক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারটি ব্রিটিশ কাউন্সিল-প্রজেক্ট হেডওয়ে অফিসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর মোঃ রাব্বিল আলামিন। এবং উক্ত সেমিনারে রেজিস্টার্ড মেম্বারসহ প্রায় ৮০জন সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Comment