
Thalassaemia Workshop & Career Detection Test – Stamford University
৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মশালার অংশ হিসেবে গত ২১ শে মে, ২০২২ এ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাঙ্গনে স্টামফোর্ড ফার্মা ফোরাম ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সহযোগীতায় ”থ্যালাসেমিয়া প্রতিরোধ- জনসচেতনতা ও বাহক নির্ণয় কর্মসূচী”র আওতায় ক্যারিয়ার ডিটেকশন স্যাম্পল কালেকশন এবং রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
◑ প্রফেসর ডাঃ এম এ খান, প্রতিষ্ঠাতা বি এম টি বিভাগ এবং প্রাক্তন বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ◑ ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল, উপদেষ্টা; ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ। ◑ প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, ভারপ্রাপ্ত ভিসি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। ◑ প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ডিন; বিজ্ঞান অনুষদ এবং চেয়ারম্যান; ডিপার্টমেন্ট অব ইনভাইরোনমেন্টাল সাইন্স, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। ◑ তাসবিরা জেসমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ◑ ডাঃ মাফরুহা আক্তার, সহকারী অধ্যাপক, হেমাটোলজি এবং বি টি এম বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ◑ ড: নুসরাত সুলতানা, সহযোগী অধ্যাপক, ভাইরোলোজি বিভাগ, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। ◑ ড: কবিরুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। ◑ মো. আল-মামুন, সহকারী অধ্যাপক; ডিপার্টমেন্ট অব ফার্মেসি এবং আহ্বায়ক;স্টামফোর্ড ফার্মা ফোরাম। ◑ পলাশ সরকার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানাজার; (অনকোলোজি), বিকন ফার্মাসিউটিকলস। ◑ সভাপতিত্ব করেন ডঃ এম এ মতিন, ভারপ্রাপ্ত সভাপতি; বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আনন্দিত।
Leave a Comment