Thalassemia Carrere Detection- Akijian Nutrition Association-ANA
৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হেমাটো কেয়ারের যৌথ উদ্যোগে মাস ব্যাপী বিভিন্ন সতর্কতা মূলক ক্যাম্পেইন, সেমিনার ও ফ্রি বাহক নির্ণয় কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। এর ই ধারাবাহিকতায় আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স কলেজে ১২০ জন শিক্ষার্থীর ফ্রি থ্যালাসেমিয়া ক্যারিয়ার ডিটেকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলো ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-ঢাকা বিভাগ এবং আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন।
Leave a Comment