’World Hepatitis Day 2023’’ Celebration
আজ, ২৮ ই জুলাই ২০২৩, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকাস্থ CIRDAP মিলনায়তন কেন্দ্রে “World Hepatitis day 2023” উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ ঢাকা বিভাগের ২৫ জন সদস্য অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, প্রফেসর ডঃ মুহাম্মদ নাজমুল ইসলাম ডাইরেক্টর,ডিজিজ কন্ট্রোল এন্ড লাইন ডাইরেক্টর, CDC, DGHS. জনাব রেজাউল ইসলাম রিজিওনাল বোর্ড মেম্বার SEARO, World Hepatitis Alliance. প্রফেসর মোহাম্মদ আলী সেক্রেটারি জেনারেল ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। প্রফেসর মোঃ আনিসুর রহমান, জয়েন সেক্রেটারি ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বাংলাদেশে হেপাটাইটিস নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি ও এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়। সম্প্রতি হেপাটাইটিসের সচেতনতা ও ফ্রি স্ক্রিনিং কর্মসূচি এবং হেপাটাইটিস সচেতনতা জরিপ ২০২৩ সফলভাবে পরিচালনা করায় ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশকে “World Hepatitis Day 2023 Award” প্রদান করা হয়। ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশের পক্ষে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ– ঢাকা বিভাগের জয়েন্ট কো অর্ডিনেটর, কে এম শারফুল কাওনাইন উক্ত সম্মাননা গ্রহণ করেন।
Great Work Team!!!