YCB’ian Parents Meet – Chittagong
ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের অনত্যম বিশেষ আয়োজন YCB’ian Parents Meet প্রোগ্রাম।
১,জুলাই ২০২২ তারিখে, শুক্রবার অভিভাকদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর উদ্দেশ্যে ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় প্যারেন্টস মিট প্রোগ্রাম।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা তাঁদের অভিভাবকদের নিয়ে হাজির হন এবং পুরো অনুষ্ঠান জুরে সুন্দর মূহুর্তের সৃষ্টি হয়। উক্ত আয়োজনে ক্লাবের কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।
মূলত তিনটি পর্বের এই অনুষ্ঠান আয়েজিত হয়েছিলো। অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং তাদের অভিভাবকের পক্ষ থেকে বিনোদনের অংশ হিসেবে ছিলো গান,নাচ,আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা । এছাড়াও অভিভাবক ও সন্তানদের একসাথে খেলার জন্য কিছু ইনডোর গেইমস আয়োজন করা হয়েছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্ত ম্যাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ এর এডভাইজর, নাজমুল হাসান ফাউন্ডার অফ এডু আর্ট এবং ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ এর জেনেরাল সেক্রেটারি সানজিদা জামান আপু।
Leave a Comment