Youth Challenges and Youth Engagement Action Plan
ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের সহযোগীতায়, International Republican Institute (IRI) কর্তৃক আয়োজিত হয় “Youth Challenges and Youth Engagement Action Plan” শীর্ষক কর্মশালাটি।
তরুণ হিসেবে কাজ করতে গেলে জীবনের প্রথম পর্যায়ে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। হোক সেটা শিক্ষাপ্রতিষ্ঠানে , নতুন কর্মক্ষেত্রে অথবা নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে।
সেইসব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইয়ুথদের মতামতের ভিত্তিতেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপলক্ষ্যেই এই কর্মশালাটি আয়োজিত হয়।
ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশনের সদস্যরা এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষকদের গবেষণালব্ধ জ্ঞান থেকে অংশগ্রহণকারীরা ইয়ুথদের সমস্যার বিভিন্ন আঙ্গিক সম্পর্কে ধারণা পায় এবং সবার প্রাসঙ্গিক আলোচনা থেকে আলোচিত সকল সমস্যার বেশকিছু সমাধান উঠে আসে। সর্বোপরি এই কর্মশালাটি বেশ মনোরম এবং ফলপ্রসূ হয়।
Leave a Comment