Microsoft Office Excellence 3.0
দিন বদলের পালায় বাংলাদেশ, বিজ্ঞানের গৌরবময় ভূমিকা বিশ্বসভ্যতা কে নিয়ে গেছে আজ উন্নতির শীর্ষে। আর তাই তো আধুনিক যুগকে বলা হয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ যা আমাদের কাছে ডিজিটাল যুগ হিসেবে পরিচিত। দৈনন্দিন পেশাগত জীবন ছাড়াও প্রায় সব ক্ষেত্রেই বিশেষ ভূমিকা পালন করছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি যা করেছে জীবনমানকে গতানুগতিক ভাবে সহজতর। তাই তো কর্মক্ষেত্রে নিজেকে যুগোপযোগী করে তৈরি করতে ও নিজের দক্ষতা গুলোকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য নিজেদের কে প্রযুক্তির ওপর দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।
বর্তমানে যেমন বেড়েছে শিক্ষার হার তেমনি বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। এই বৃদ্ধির হারই অনেকটা কর্মক্ষেত্রে চাকরি পাওয়া কষ্টসাধ্য করে দিয়েছে। যার ভোগান্তি পোহাতে হচ্ছে তরুণ সমাজকে। তাই তো সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আমাদেরকে আগে থেকেই নিজেকে তৈরি করতে হবে।
আর সেই জন্যই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ- রাজশাহী বিভাগ “Enlighten Yourself” প্রজেক্টের আওতায় যুগোপযোগী “𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗘𝘅𝗰𝗲𝗹𝗹𝗲𝗻𝗰𝗲 3.0” নামক পাঁচদিন ব্যাপি একটি ট্রেনিংয়ের আয়োজন করতে চলেছে।
যেইখানে থাকছে :
𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥
𝐌𝐒 𝐏𝐨𝐰𝐞𝐫𝐏𝐨𝐢𝐧𝐭
𝐌𝐒 𝐖𝐨𝐫𝐝
𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥
𝐌𝐒 𝐏𝐨𝐰𝐞𝐫𝐏𝐨𝐢𝐧𝐭
𝐌𝐒 𝐖𝐨𝐫𝐝
নিজেদের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করতে চাইলে চলতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে। যার জন্য চাই পাঠ্যগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষাও। এর মধ্যে 𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥, 𝐌𝐒 𝐏𝐨𝐰𝐞𝐫𝐏𝐨𝐢𝐧𝐭, 𝐌𝐒 𝐖𝐨𝐫𝐝 শেখা অত্যন্ত জরুরি। যা আমাদের নিত্যদিনের কর্মক্ষেত্রে ও অন্যান্য কাজে অনেক সাহায্য করবে।
আসুন একটু খানি ধারণা নেই MS Word, MS Power Point, MS Excel টা কি এবং এগুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারি!!!
𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 কি এবং এর ব্যবহার :
Ms Excel এর সাহায্যে আমরা অনেক কঠিন ও সময় সাপেক্ষ কাজ খুব কম সময়ে এবং সঠিক ভাবে করতে পারি। যেমন :
যে সকল কাজ বা প্রতিবেদন তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতে পারে Ms Excel এর সাহায্যে তা খুব কম সময়ে করে ফেলা সম্ভব। উদাহরণ স্বরূপ : কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন, বোনাস, আয়-ব্যয়ের বিবরণ সংরক্ষণ ও বিশ্লেষণ ভিত্তিক রির্পোট তৈরি করা।
কোনো প্রতিষ্ঠানের সাপ্তাহিক, মাসিক, বার্ষিক হিসাব সংরক্ষন ও বিশ্লেষণ।
ব্যাংকিং ব্যবস্থায় সব রকম ডেবিট-ক্রেডিটের বিবরণ সংরক্ষণ, বিশ্লেষণ ও ফলাফল তৈরি
Ms Excel ব্যবহারের মাধ্যমে একজন তার প্রতিবেদন চাইলেই মনের মতো করে সাজাতে পারবেন।
Ms Excel ব্যবহারের মাধ্যমে একজন তার প্রতিবেদন চাইলেই মনের মতো করে সাজাতে পারবেন।
সংখ্যাভিত্তিক সুক্ষ্মাতিসুক্ষ দাখিল, সংখ্যা ও ডাটাভিত্তিক যে কোন তথ্যে প্রয়োজনীয় সৌন্দর্যের অনুষঙ্গ যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের Chart ও Graph তৈরি করা যায়।
𝐌𝐒 𝐏𝐨𝐰𝐞𝐫𝐏𝐨𝐢𝐧𝐭 কি এবং এর ব্যবহার :
Ms Powerpoint এর মাধ্যমে বিভিন্ন রকম ডিজাইন তৈরি ও slide তৈরিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। যেমন :
কোনো রিপোর্ট বা প্ল্যানকে PowerPoint এর মাধ্যমে সাজিয়ে বা slide তৈরি করে সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করা যায়।
PowerPoint Presentation Design এর মাধ্যমে রিপোর্টে বিভিন্ন ইফেক্ট দেয়া যায় এবং শব্দ অ্যাফেক্ট ব্যবহারের মাধ্যমে আরও গ্রহণযোগ্য করে তোলা যায়।
সুন্দরভাবে কম সময়ে প্রেজেন্টেশন তৈরি করা যায় ও সাউন্ড যোগ করার মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা যায়।
তৈরিকৃত ডকুমেন্টস গুলো অনায়াসে প্রিন্ট করা যায় এবং প্রয়োজনে স্লাইড পরিবর্তন ও পরিমার্জন করা সম্ভব।
𝐌𝐒 𝐖𝐨𝐫𝐝 কি এবং এর ব্যবহার :
Ms Word হলো এক প্রকার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি অত্যন্ত সহজ এবং জনপ্রিয় প্রোগ্রাম যা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত। এটি একটি নিত্য প্রয়োজনীয় সফটওয়্যার।
MS Word মূলত লেখালেখির কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে চিঠিপত্র, বিভিন্ন দলিল টাইপ করা ও প্রিন্ট করা হয়।
বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা,
ডায়াগ্রাম বা টেবিল তৈরি করা।
ডায়াগ্রাম বা টেবিল তৈরি করা।
ব্যক্তিগত নোট তৈরি করা ও সংরক্ষণ করা।
এছাড়াও উক্ত ট্রেনিংয়ে আমাদের অভিজ্ঞ ট্রেইনার-এর মাধ্যমে সরাসরি আপনারা 𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥, 𝐌𝐒 𝐏𝐨𝐰𝐞𝐫𝐏𝐨𝐢𝐧𝐭, 𝐌𝐒 𝐖𝐨𝐫𝐝 এর ছোট বড়, খুঁটিনাটি সকল বিষয়ে জানতে ও শিখতে পারবেন। যা ভবিষ্যতে আমাদের কর্মক্ষেত্রে অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকতে সাহায্য করবে।
ট্রেনিংগুলো পাঁচদিন হবে যথা তারিখ এবং সময়ে :
★ 𝗠𝗦 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗪𝗼𝗿𝗱 : ১৫/০৭/২০২৩ – ১৬/০৭/২০২৩
★ 𝗠𝗦 𝗘𝘅𝗰𝗲𝗹 : ১৭/০৭/২০২৩ – ১৮/০৭/২০২৩
★ 𝗠𝗦 𝗣𝗼𝘄𝗲𝗿 𝗣𝗼𝗶𝗻𝘁 : ১৯/০৭/২০২৩
★ 𝗠𝗦 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗪𝗼𝗿𝗱 : ১৫/০৭/২০২৩ – ১৬/০৭/২০২৩
★ 𝗠𝗦 𝗘𝘅𝗰𝗲𝗹 : ১৭/০৭/২০২৩ – ১৮/০৭/২০২৩
★ 𝗠𝗦 𝗣𝗼𝘄𝗲𝗿 𝗣𝗼𝗶𝗻𝘁 : ১৯/০৭/২০২৩
“𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗘𝘅𝗰𝗲𝗹𝗹𝗲𝗻𝗰𝗲 3.0” ট্রেনিংয়ে পার্টিসিপেন্ট’সদের জন্য থাকছে :
সার্টিফিকেট
রিফ্রেশমেন্ট
সার্টিফিকেট
রিফ্রেশমেন্ট
রেজিস্ট্রেশন করার শেষ সময় : ১০ই জুলাই, ২০২৩
রেজিষ্ট্রেশন ফি : ২০০/-
রেজিষ্ট্রেশন ফি : ২০০/-
বিকাশ নম্বর : ০১৭১৯২৫০২৩৩ (ব্যক্তিগত/Personal)
রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/YU4AwgwCjvm9VJvG9
রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/YU4AwgwCjvm9VJvG9
[[ বি.দ্র : বিকাশ করার জন্য নিজের পার্সোনাল নাম্বার থেকে ০১৭১৯২৫০২৩৩ নাম্বারে সেন্ড মানি করুন কিংবা এজেন্ট নাম্বার থেকে ক্যাশ ইন করুন। বিকাশ ট্রানজিশন নাম্বার টি এবং যেই নাম্বার টি থেকে বিকাশ করেছেন তার লাস্ট ৪ ডিজিট নাম্বার সংরক্ষণ করুন এবং ফর্মে ব্যবহারের মাধ্যমে নিজের রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। ২৪ ঘন্টার মধ্যে কনফার্মেশন মেইল পেলে আপনার রেজিষ্ট্রেশনটি সম্পন্ন হয়েছে। ]]
ভেন্যু : রাজটেক ইনস্টিটিউট, নগর ভবনের কাছে, রাজশাহী।
তাহলে আর অপেক্ষা কেন!!!
আজই রেজিষ্ট্রেশন করে ফেলুন আমাদের এই পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত অফলাইন কোর্সে এবং নিজেকে এগিয়ে নিয়ে চলুন দক্ষতা অর্জনের মাধ্যমে সাফল্যের আরো এক ধাপ এগিয়ে।
আজই রেজিষ্ট্রেশন করে ফেলুন আমাদের এই পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত অফলাইন কোর্সে এবং নিজেকে এগিয়ে নিয়ে চলুন দক্ষতা অর্জনের মাধ্যমে সাফল্যের আরো এক ধাপ এগিয়ে।